কেন্দুয়া থানার ওসি’র বিরুদ্ধে নির্যাতনের মামলা সাবেক যুবলীগ নেতার

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন : থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন একই থানাধীন চিরাং ইউনিয়নের সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
মামলার এজাহারে পায়ুপথ ও গোপনাঙ্গে মরিচের গুঁড়া দেওয়া, পায়ের তালুতে বেধড়ক আঘাত এবং পায়ের দুই আঙুলের মাথায় সুচ দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আদালত থেকে বাদীর লিখিত অভিযোগ এবং পরে তা পুলিশ সুপারের মাধ্যমে প্রাপ্ত হয়ে বুধবার থানায় মামলাটি রেকর্ডভুক্ত করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান আদালতের নির্দেশনায় মামলাটি তদন্তের জন্য নেত্রকোনার খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিনের নিকট প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ খান পূর্বময়কে বলেন, ‘দেখলে তো দেখছেন, আরতো প্রশ্ন করার কিছু নাই। মিথ্যা স্বাক্ষর দিয়ে আর তো কোর্টে যায় না।
জানতে চাইলে অভিযুক্ত ওসি মো. রাশেদুজ্জামান শুক্রবার পূর্বময়কে বলেন, ‘মামলার বাদীকে জুয়া খেলা থেকে ধরা হয়েছিল। হাজতখানায় ভালোভাবে ছিলেন ও প্রিজনভ্যানে ভালোভাবেই উঠে আদালতে গিয়েছেন। আদালত থেকে সুস্থ অবস্থায় জামিন নিয়ে দীর্ঘ তিন মাস পরে তিনি আদালতে গিয়ে মামলা করেছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে দেখছে আমার সম্পৃক্ততা কতটুকু। এত দিন পর মিথ্যা বানোয়াট মামলা করেছে। আদালত আমলে নিয়ে তদন্তে দিয়েছেন।’
খালিয়াজুরী সার্কেলের (অতিরিক্ত দায়িত্বে কেন্দুয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন তদন্তভার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে পূর্বময়কে বলেন, বিষয়টি তদন্তাধীন ও চলমান রয়েছে। নিরপেক্ষতার সঙ্গে তদন্ত শেষে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

নেত্রকোণার দুর্গাপুরে প্রায় শত কোটি টাকার আমন ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরে ঢল ও বৃষ্টিপাত বন্ধ থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দ্রুত কমতে...

নানা আয়োজনে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৪ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪...

কলমাকান্দায় বেপরোয়া গাড়ী চাপায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ীর চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮)...

বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...