পাহাড়ি ঢলে নেত্রকোনার ঠাকুরোকোনা-কলমাকান্দা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Date:

Share post:

কে. এম. সাখাওয়াাত হোসেন  : গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে নেত্রকোনার নিন্মাঞ্চল প্লাবিত। ওজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢলে বন্ধ হয়ে গেছে নেত্রকোনা-ঠাকুরোকানা কলমাকান্দা সড়কের যোগাযোগ। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে গেছে পানিতে। ফলে বাস, টেম্পু, রিক্সা সহ ওই সড়কে সকল প্রকার যান চলাচল রয়েছে বন্ধ। যে কারেণ দুর্ভোগ নিয়ে চলাচল করছেন কলমাকান্দা, বারহাট্টা, ঠাকুরোকোনার লোকজন।

নেত্রকোনা-ঠাকুরাকোনা-কলমাকান্দা ৩৭ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানের ব্রিজের ডাইভার্সন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে সড়ক পাড়ি দিতে হচ্ছে নৌকা দিয়ে। ওই জায়গাটুকু ডিঙ্গি নৌকায় পার হচ্ছেন চলাচলকারী মানুষ। বিভিন্ন স্থান থেকে অটো বদলাতে হচ্ছে কয়েক দফায়। গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। সময় যাচ্ছে কয়েকগুণ বেশি।

এদিকে নারী শিশুদের নিয়েও চরম ভোগান্তি পোহাচ্ছেন চলচালকারীর। সড়কটির, কাটটুয়াচোরা, পোগলা, হীরাকান্দা, সিধলী, গুমাই সহ বড় প্রায় সাতটি ব্রিজ। প্রতিটি বিজ্রের এখানেই এমন দুর্ভোগ। সড়ক নির্মাণে সঠিক পরিকল্পনা না থাকায় ভোগান্তি হচ্ছে বলেও জানান ভূক্তভোগীরা।

ভূক্তভোগী পথচারীরা জানান, একই সড়কে কয়েকবার করে অটো পাল্টাতে হচ্চে। ৫ থেকে ১০ টাকা জন প্রতি দিয়ে নৌকায় সড়কের এপাশ থেকে ওপাশে যেতে হচ্ছে।

স্ত্রী সন্তান নিয়ে মোহনগঞ্জ থেকে কলমাকন্দার দিকে যাচ্ছিলেন সুভাস দাস। তিনি জানান, এই ভোগান্তি প্রতি বছরেরই। বারবার আপনাদেরকেও বলে লাভ নেই। সড়ক করে বালু দিয়ে। কংশ নদী থেকে ড্রেজারে বালু তুলে রাস্তায় দিয়ে দেয়। এতে করে নির্মানের তিন মাসের মধ্যেই ভেঙ্গে যায়। আমাদের কলমাকান্দা অঞ্চলে মানুষ থাকে না। গরু বাছুর থাকে। আমরা মানুষের কাতারে পড়ি না বলে সরকার এই সড়ক নিয়ে আমাদের বছরের পর বছর ভুগায়। এই গুলো দেখার কেউ নাই। কাজেই বলে কিছু হবে না। তিনি রেগে গিয়ে আরো বলেন, কথা না জিগেস করে রাস্তা করে দিয়ে যান। আমাদের ভোগান্তি কমিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

নেত্রকোণার দুর্গাপুরে প্রায় শত কোটি টাকার আমন ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরে ঢল ও বৃষ্টিপাত বন্ধ থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দ্রুত কমতে...

নানা আয়োজনে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৪ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪...

কলমাকান্দায় বেপরোয়া গাড়ী চাপায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ীর চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮)...

বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...