কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কোভিড-১৯ মোকাবেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোটিন বিস্কুট বিতরন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় উপজেলার সদর ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট বিতরনের এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সারোয়ার জাহান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার ও এনজিও পপি’র কর্মকর্তা মো. আবুল কাশেম প্রমূখ।
এনজিও পপি’র মনিটরিং এন্ড রিপোর্টিং দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কলমাকান্দা উপজেলার ১৭৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ৯৫৬ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে শিক্ষার্থী প্রতি ৫০ প্যাকেট করে প্রায় ১১৭ মে. টন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোটিন বিস্কুট স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।