“জীবন জুড়ে পর্যটন”-কে ভিত্তি করে কাজী মোহিনী ইসলাম এর থিম সং

Date:

Share post:

পূর্বময় ডেস্কঃ

রচিত হলো সম্মিলিত পর্যটন জোটের থিম সং। বাংলাদেশের পর্যটন শিল্পের নেতৃত্বদানকারী সংগঠন সম্মিলিত পর্যটন জোট এর থিম সংটি রচনা ও সুরারোপ করলেন পর্যটন বিষয়ক ইংরেজি পত্রিকা উইকলি দি ম্যাসেজ বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক কাজী মোহিনী ইসলাম। উল্লেখ্য যে, পর্যটনের বর্তমান প্রেক্ষাপট বদলে দিতে গত ৯ এপ্রিল ২০২০ তারিখে গঠিত হয় সম্মিলিত পর্যটন জোট। এর বর্তমান সদস্য সংখ্যা ১১। বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্ব পর্যটকের কাছে যথাযোগ্যভাবে তুলে ধরতে, কার্যকর ভূমিকা রাখতে এই জোট বদ্ধপরিকর। সবার সর্বাত্মক প্রচেষ্টায় অবশ্যই বাংলাদেশের পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে। কারণ পর্যটনের মধ্যে দারুণ শুভ সম্ভাবনা অপেক্ষা করছে আমাদের জন্য। এই জোট বিশ্বাস করে যে, নিশ্চয়ই একদিন এই পর্যটন শিল্পের মাধ্যমেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। আর এই কাজটি ত্বরান্বিত করতে ৬-দফা আন্দোলন, জীবন জুড়ে পর্যটন – এই শ্লোগান নিয়ে যুগপৎ আন্দোলনের কার্যক্রম নিবিড় পরিচালনা করছে সম্মিলিত পর্যটন জোট। জোটের আহবায়ক জনাব মোখলেছুর রহমানের দেওয়া শ্লোগান “জীবন জুড়ে পর্যটন”-কে ভিত্তি করে কাজী মোহিনী ইসলামকে থিম সংটি রচনার দায়িত্ব দেওয়া হলে তিনি তা আন্তরিকতার সাথে সম্পন্ন করেন। তিনি বলেন, কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত।

কাজী মোহিনী ইসলাম আরো বলেন যে, আমরা অনেক সময় আফসোস করি আর ভাবি, আমাদের দেশের ঐতিহ্য ও ঐশ্বর্যময় সৌন্দর্যকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না। কারণ আমরা এতোটাই উদাসীন যে, নিজের দেশের সৌন্দর্য সম্পর্কে নিজেদেরই কোনো ধারণা নেই। নেই তেমন যতœ কিংবা সঠিক পরিচর্যা। তাই দিনের পর দিন অবহেলিত পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতি রাষ্ট্রেরও রয়েছে সীমাহীন উদাসীনতা। উল্লেখ্য, দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি-র পর্যটন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান “মাই ট্যুরিজম” এর থিম সংটিও তাঁর লেখা, সুর ও কন্ঠ দেওয়া।

সম্মিলিত পর্যটন জোট এর থিম সং
কথা ও সুর : কাজী মোহিনী ইসলাম

আনবে দেশের উন্নয়ন
ছয় দফার এই আন্দোলন
উন্নয়নের মন্ত্র মোদের-
জীবন জুড়ে পর্যটন।।

তুলবো ধরে ঐতিহ্য
পর্যটকের দৃষ্টিতে-
মুগ্ধ হবেন সভ্যতা আর
বাংলাদেশের কৃষ্টিতে;
অর্থনীতি হবে সচল-
অর্থনীতি হলে সচল
হবে দেশের উন্নয়ন।।

এই অপরূপ দেশটাকে আজ
এগিয়ে নেবো একসাথে-
সবাই মিলে শপথ নিলাম
সফল মোরা হবো তাতে;
সম্ভাবনার সোনালী ভোর-
সম্ভাবনার সোনালী ভোর
করছে মোদের নিমন্ত্রণ।।

প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ভালুকায় কাভার্ডভ্যান উল্টে ২জন নিহত

কাভার্ড ভ্যান উল্টে নিহত, ভালুকা, ময়মনসিংহ

ভালুকায় পিকাপ গাড়ীসহ চোর চক্রের ৫ সদস্য আটক 

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপ গাড়ীসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।...

ভালুকায় ধান ক্ষেত থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন(৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা...

ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপদাহে মানুষের তৃষ্ণা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার...