নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নেত্রকোনার অভিনয় শিল্পীদের পাশে দাড়িয়েছে বাংলাদেশের আলোচিত খুদে উপন্যাসিক নিশাত তাবাসসুম প্রাপ্তি।
সোমবার ১৩ এপ্রিল সকালে সাতপাই এলাকার ৩০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্রসামগ্রী তুলে দেন এই লেখিকা।
এ সময় উপন্যাসিক নিশাত তাবাসসুম প্রাপ্তি বলেন, আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি কর্মহীন এই শিল্পী গুলোর পাশে দাড়ানোর জন্য । তবে জানি আমার এই ক্ষুদ্র আয়োজনে ওদের কিছুই হবে না। তবে আমার একটি আকুল আবেদন থাকবে সমাজের বিত্তবান মানুষ গুলোর কাছে, যারা করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা দাড়ান। আর একটি কথা মনে রাখবেন “মানুষ মানুষের জন্য”।
উল্লেখ্য, নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষ ছাত্রী নিশাত তাবাসসুম প্রাপ্তির দ্বিতীয় উপন্যাস “নরক নন্দিনী ” এবার অমর একুশে বইমেলা ২০২০ এ ছায়াবীথি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। আর এই বইটি দেশে ব্যাপক সারা ফেলে।
নেত্রকোনায় অসহায় অভিনয় শিল্পীদের পাশে দেশের আলোচিত খুদে উপন্যাসিক প্রাপ্তি
Date:
Share post: