শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার
পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের রাজিবপুর গ্রামের আঃ জলিল(৬২) কে পিটিয়ে আহত করার অভিযোগে ছেলে ইয়াছিন (৩৫) কে পুলিশ আটক করে নিয়ে এসেছে।
এ ব্যপারে পূর্বধলা থানার এস আই নাসিমা খাতুন বলেন, পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসার শারীরিক শিক্ষক কামরুজ্জামান নাঈম ফোন দিলে আমরা ঘটনাস্থল থেকে ইয়াসিন কে আটক করে নিয়ে আসি। এখনও কোনও মামলা হয়নি।
আহত পিতা আঃ জলিল বলেন আজ সকাল ১০ ঘটিকায় হঠাৎ করে আমার ছেলে ইয়াসিন আমাকে মেরে ফেলবে বলে চেয়ার দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। পূর্বে কোনও কথা কাটাকাটি হয়েছে কিনা জানতে চাইলে আঃ জলিল বলেন, ইয়াছিন এর সাথে পূর্বে কোনও কথা কাটাকাটি হয়নি তার মায়ের প্ররোচনায় সে আমাকে আঘাত করেছে। আহত আঃ জলিল পূর্বধলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এসেছেন।