পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (১৯ এপ্রিল) বাঙ্গালী সংস্কৃতির ধারক ও বাহক বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে মহিষবেড় শরীফ একাদশ এবং আগিয়া বাজার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে সাবেক কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে
পূর্বধলার আগিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে মহিষবেড় শরীফ একাদশ। সেই সাথে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। বিশেষ অতিথি হিসেবে পূর্বধলা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমানের থাকার কথা থাকলেও জরুরী কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি।