ওহে খুকি জানো,
ওহে খোকা শোনো,
একাত্তরের মার্চে
জোয়ার উঠে বাংলায়,
সাত তারিখে লাখো মানুষ
রেসকোর্সে যায়!
রেসকোর্সের ময়দানে
আগুন ছিল গনগনে!
আগুন ছিল চোখেমুখে
আগুন ছিল মনে!
অবশেষে এলেন তিনি
উঠলো উত্তাল ঢেউ,
তিনি আমাদের মুজিবুর
নয় তো অন্য কেউ!
আঠারো মিনিটে বজ্রকণ্ঠ
পেরোলো যুগ যুগান্তর,
ইতিহাসে পেলেন স্থান
চির অনশ্বর।
তাঁর ডাকেতে জাগলো জাতি
জাগলো বীর জনতা,
তাঁর নেতৃত্বে হলাম মুক্ত
পেলাম স্বাধীনতা।