দুর্গাপুরে রাস্তার জন্য সরকারি প্রকল্পের কাজ মেম্বারের পুকুর পাড়ে

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণ কাজ না করে সরকারি টাকায় নিজের পুকুর পাড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাজ কুমারের বাড়ির পার্শ্বের রাস্তার প্যালাসাইডিং নির্মান কাজের জন্য এক লাখ আট হাজার ৪৪৮ টাকা ব্যয় ধরে এক প্রকল্প দেয়া হয়। কিন্ত ওই প্রকল্প শুধু কাগজে থাকলেও বাস্তবে নির্ধারিত জায়গায় তা নির্মান হয়নি। সেখানে প্রকল্পের কাজ না করে নিজ পুকুরে কাজ করে প্রকল্পের টাকা উত্তোলন করেছেন ইউপি সদস্য ফরহাদ মিয়া। এ নিয়ে গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য দিলোয়ারা বেগমসহ ওই ওয়ার্ডের জনগণ।

অভিযোগের বিষয় নিয়ে ইউপি সদস্য ফরহাদ মিয়া জানান, নির্ধারিত স্থানে কাজ না করার বিষয়টি পিআইও অফিসে লোকজনদের সাথে কথা বলেই পুকুর পাড়ে কাজ করা হয়েছে। এলজিএসপি যেখানে কাজ করেছে সেখানে তারা কাজ করবে বলে নিষেধ দিয়েছিল। আমি নতুন জনপ্রতিনিধি। এক কাজ আরেকখানে করা যায় না এটা জানা ছিলো না। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, প্রকল্পটি গত ২০২২-২৩ অর্থবছরে ছিল। তখন আমি এ উপজেলার দায়িত্বে ছিলাম না। যেখানে প্রকল্প দেওয়া হয়, সেখানেই কাজ করতে হবে। বিষয়টি শোনার পর মেম্বারকে ডেকেছিলাম। আমি সরেজমিন গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান বলেন, এই বিষয়ে খোঁজখবর নিয়ে কোন প্রকার অনিয়ম পেলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...

শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল

মোঃ জুবায়েদ হোসেন বাচ্চুঃ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিছিল ও স্মরণ...