মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ
নেত্রকোনার পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির এর উদ্যোগে সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্ধোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ সভাপতি দীপক সরকার এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায়,
হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ি, সহ সভাপতি বাবু সুধাংশু শেখর তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কর, সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ,সদস্য বাবু দীলিপ পাল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এই দেশে সকল ধর্ম বর্নের মানুষ ভাই ভাই সবাই সবাইকে সম্মান করবেন এবং বাংলাদেশের সকল বিপর্যয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এ সময় ধর্মীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন।