মোঃ নজরুল ইসলামঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল বড় বাজার জামতলাস্থ তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আওয়ামীলীগ নেতা এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন কিছুদিন আগে বিভিন্ন জনসভায় বলেন উপজেলা নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারে এবং সে তার যোগ্যতা দিয়ে বেরিয়ে আসবে এতে আমার কোন মতামত নেই কিন্তু যেই নির্বাচন ঘনিয়ে আসছে সেই আমাদের সংসদ সদস্য আহমেদ হোসেন এম পি মহোদয় সুর পাল্টিয়ে ফেলেছেন। এলাকায় কেউ কোনদিন চোখে দেখেননি এমন লোক কতিপয় শিল্পপতি আসাদুজ্জামান খান নয়ন নামে এক ব্যক্তিকে বিভিন্ন জায়গায় সমাবেশে তার নিজের প্রার্থী বলে ঘোষনা দিয়ে গেছেন।এই নয়ন একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।এতে করে পূর্বধলার রাজনৈতিক মহল তথা সাধারণ জনমনে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ফয়জুর সিরাজ জুয়েল আরো বলেন আমার বাবা এই উপজেলার একবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দুইবার সংসদ সদস্য ছিলেন বাবা মারা যাওয়ার পর আহমেদ হোসেনকে আমি আমার পিতৃতুল্য বলে মনে করতাম কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে উনি এবং উনার কর্মী সমর্থকরা কথিত শিল্পপতি নয়নের পক্ষ নিয়ে নির্বাচন বহির্ভূত যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাহা বোধগম্য নয়।
এ সময় উপস্থিত ছিলেন আগিয়া ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান জেলা কৃষকলীগের সদস্য আজিজুর রহমান তালুকদার আওয়ামীলীগ নেতা তৌফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ও অংগ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্থানীয় সংসদ’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
Date:
Share post: