আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার সৌখিন পরিবহনের একটি বাসের চাপায় হেকমত আলী আকন্দ (৯০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত হেকমত আলী ভান্ডাব এলাকার মৃত আফাজ উদ্দীন আকন্দের ছেলে।
বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁরিতে নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা বাসটি ময়মনসিংহ যাওয়ার পথে বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরে ঘাতক বাসটিকে উপজেলার নিশিন্দা এলাকা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।