আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়া হলো নূর মোহাম্মদ নামে এক মুক্তিযোদ্ধার সন্তানের দু’টি হাত। গত বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামে ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উপজেলার কাচিনা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে সেলিম (২৪), ছোট কাশর গ্রামের আবু জাফরের ছেলে মো. নাঈম সরকারসহ (২৫) ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামীয় আরো ৭-৮ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হকের ছেলে নূর মোহাম্মদ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের আবদুল কাদেরের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে অটো চালান। এদিকে, পূর্ববিরোধের জের ধরে গত সোমবার (১৩ নভেম্বর) রাতে আবদুল কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটে। হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে বাড়ির মালিকের পক্ষে কথা বলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নূর মোহাম্মদ। এরই জের ধরে গতকাল বুধবার (১৫ নভেম্বর) ঘটনার রাতে বাসায় ফেরার পথে স্থানীয় হাওয়েল টেক্সটাইল মিলের কাছে নূর মোহাম্মদের উপর হামলা চালিয়ে এবং রড দিয়ে এলোপাথারী পিটিয়ে নূর মোহাম্মদের দুই হাত ভেঙে দেয়া হয়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় রড দিয়ে পিটিয়ে ভাঙা হলো মুক্তিযোদ্ধার সন্তানের দুই হাত
Date:
Share post: