মোঃ নজরুল ইসলামঃ
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙ্গালীর রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের বৃষ্টিঝরা শ্রাবণের এই দিনে বৃষ্টির বদলে ঝরেছিল রক্তের বন্যা। বাংলার ৫৬ হাজার বর্গমাইলের মতো বিশাল জাতির পিতার বুক থেকে ঘাতকের বুলেটের আঘাতে রক্তগোলাপের মতো ঝরেছিল লাল রক্ত। কিন্তু তার অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী। ঘাতকের সাধ্য ছিল না ইতিহাসের সেই মহানায়কের অস্তিত্বকে বিলীন করার। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীরর্যের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে জাতির পিতার শাহাদত বার্ষিকী।
নেত্রকোনার পূর্বধলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পূর্বধলা প্রেসক্লাব।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুমে-র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সাথে ছিলেন,
প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল আলম শাহীন, জাকির হোসেন খান কামাল, সাখাওয়াত হোসেন শিমুল সহ প্রমূখ।