শিমুল মিলকিঃ
গত বৃহস্পতিবার নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত ঘোষ।
উদ্বোধনী খেলায় নেত্রকোণা সরকারি কলেজ ১/০ গোলে দুর্গাপুরের ডনবস্কো কলেজকে পরাজিত করে।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আগামী ১৭ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।