বিশেষ প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় সিংগাইর উপজেলার ২০ টি বালক এবং বালিকাদের দল নিয়ে বিভিন্ন মাঠে ক্রিকেট, ভলিবল, কাবাডি, ফুটবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার প্রায় ২৫০ জন বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। তৃণমূলের সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করে মেধা বিকাশের সুযোগ তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এই আয়োজন হচ্ছে বলে জানান, এই প্রতিযোগিতার সমন্বয়ক মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, পড়াশুনার পাশাপাশি প্রতিটি শিশুর মেধা বিকাশের অনেক জায়গা থাকতে পারে। আমাদের প্রয়োজন শিশুদের মেধা খুঁজে তা বিকাশের সুযোগ করে দেয়া। এছাড়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহসহ সবধরনের অসঙ্গতী দূর করা সম্ভব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
সিংগাইর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত- প্রধান অতিথি মমতাজ বেগম এমপি
Date:
Share post: