নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা পৌর সদরের পারলা দারুল আরকাম একাডেমীর জায়গা দখলের অভিযোগ উঠেছে জনৈক মো: জাকির হোসেনের বিরুদ্ধে।
এ ব্যাপারে গত ৩১ মার্চ পৌর সদরের কাটলী এলাকার শফিউল আলম শাকুর (৩৬) বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মো: জাকির হোসেন (৩৪) পৌর সদরের পারলা এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বাদী উক্ত মাদ্রাসার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক। তার ফুফু নাজমুন্নাহার জলি বিগত ২০২২ সালের ২৪ অক্টোবর উক্ত জমি দানপত্র দলিল মূলে মাদ্রাসার নামে হস্তান্তর করে। পরে অভিযুক্ত জাকির হোসেন উক্ত জমি ভোগ দখল করার জন্য একটি দলিল তৈরী করেন। এ নিয়ে বাদীর ফুফু বিজ্ঞা আদালতে দলিল পন্ডের একটি মামলা দায়ের করেন। যা পরবর্তীতে আদালত উক্ত দলিলটি পন্ড করে দেন।
এদিকে উক্ত জমি নিয়ে একাধিক মামলা থাকার পরও অভিযুক্ত জাকির হোসেন গত ১৪ মার্চ বিকালে জোরামলে জমি দখলের পায়তারা করে। এতে বাদী বাধা প্রদান করিলে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করার হুমকি দেয়। এছাড়াও খুন জখম করে হলেও জমি দখল করার হুমকি প্রদান করেন অভিযুক্ত জাকির হোসেন।
মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: আবু রায়হান আজাদ জানান, এ ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মো: জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।