শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় ক্ষুদ্র ও কুটির শিল্প বানিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গত ১৩ই মার্চ সোমবার বিকাল ৫ টায় পূর্বধলা প্রেসক্লাবের আয়োজন পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে এ মেলার উদ্বোধন হয়।
মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৪০টি স্টল রয়েছে। এতে বিভিন্ন ধরনের পোশাক, শাড়ী, লুঙ্গি, নকশিকাঁথা, তাঁত, জামদানি শাড়ী, পাটজাত হস্তশিল্প, মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্য পাওয়া যাবে। মেলা সকাল থেকে দিনব্যাপি চলবে।
মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব,সিনিয়র সহ- সভাপতি জুলফিকার আলি শাহিন, সাবেক প্রেসক্লাব সভাপতি শফিকুল আলম শাহিন, অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, প্রেসক্লাব এর অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, মোশতাক আহমেদ, ওয়াসিমুল বারী ওয়াসিম, মোঃ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম সহ, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রোজা ফাউন্ডেশন এর সভাপতি রুবেল হাসান সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।