আল আমীন সবুজঃ
কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে শুরু হলো অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ।
ক্রীড়া পরিদপ্তর এর আয়োজনে দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বালকদের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচ এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।