মোঃ নজরুল ইসলামঃ
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যে’কে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে’র আয়োজনে ব্র্যাক ও ওয়াল্ডভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৮ মার্চ) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সে ’র সভাপতিত্বে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. রফিকুল ইসলাম সবুজে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি জিনিয়া জামান ,ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লাভলী বেগম, সাংবাদিক মো.এমদাদুল ইসলাম,নিরঞ্জন কুমার ভাদুড়ী, মাওলানা জুবায়ের হোসেন, প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।