মোঃ নজরুল ইসলামঃ
নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নে পূর্বধলা বড় বাজার সংলগ্ন স্ব- মহিমায় মাথা উচু করে দাঁড়িয়ে আছে সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়টি। উক্ত প্রতিষ্ঠানটি পূর্বধলায় শিক্ষাদানের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা রেখে আসছে যুগ যুগ ধরে।
কিন্তু প্রাইমারি মডেল স্কুলটি দীর্ঘ চার বছর যাবৎ প্রধান শিক্ষক বিহীন বিড়ম্বনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল।
আজ সোমবার কালডোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে মডেল স্কুলে যোগদান করেন, নেত্রকোনা জেলার প্রাইমারী সেক্টরে সরকারী পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ জাকির আহাম্মদ খান কামাল সাথে নিয়ে আসেন ৪ টি ফুলের গাছের টব। জাকির আহাম্মদ খান কামাল’কে পেয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক কে ফুল দিয়ে বরন করে নেন স্কুলের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা ইনস্টাক্টর শেখ মুর্শেদা জামান,শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়রা আক্তার খাতুন, সহকারী শিক্ষক দের মধ্যে উপস্থিত ছিলেন, নীলিমা রায়, আফরোজা আক্তার,রওশন আরা বেগম,শামীম আরা বেগম, সুরাইয়া বেগম, কানন বালা,নাজিয়া সুলতানা, সুমিতা আক্তার, শওকত খান। স্কুল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মোঃ শাখাওয়াত হোসেন শিমুল, সহ সভাপতি অত্র বিদ্যালয়, তানজিলা আক্তার ইকরা সদস্য, আবুল কালাম আজাদ সদস্য, মোহ মাজহারুল শাহ পিয়েল বাজার ব্যবসায়ী, এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি উত্তর রাজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন সহ আরও অনেকেই।