মোঃ নজরুল ইসলামঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র জরুরী রোগী সেবার জন্য ব্যবহৃত দুটি এ্যম্বুলেন্স গত ১৩ দিন যাবত জ্বালানি তেলের বরাদ্দ না থাকার অজুহাতে বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন। পূর্বধলা উপজেলায় চিকিৎসা সেবায় একমাত্র ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এখানে হাজার হাজার রোগী সেবা গ্রহন করে। দুটি এ্যাম্বুলেন্স জরুরি সেবার জন্য রয়েছে। এ্যাম্বুলেন্স দিয়ে জরুরি রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায়ই স্থানান্তর সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। কিন্তু গত ১৩ দিন যাবত এই এ্যাম্বুলেন্স দুটি বন্ধ রয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার সরেজমিনে দেখা যায় জরুরী রোগীরা বাইরে থেকে বেশী ভাড়া দিয়ে এ্যাম্বলেন্স সংগ্রহ করে নিজ উদ্দ্যোগে সেবা নিচ্ছে। সরকারি এ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মুত্যুপথ যাত্রি রোগিরা। এ ব্যাপারে পূর্বধলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এ্যাম্বুলেন্স বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো রোগী যদি নিজ খরচে এ্যাম্বুলেন্স সেবা নিতে চায় নিতে পারবে, আর মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় এ্যম্বুলেন্সে রোগী পরিবহন সাময়িক ভাবে বন্ধ আছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবার চালু করা হবে। নেত্রকোনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্দি পাওয়ার কারনে বরাদ্দকৃত অর্থ শেষ হয়ে গেছে। নতুন করে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে পুনরায় চালু করা হবে।তিনি আরো বলেন উপজেলা থেকে ফান্ড সংগ্রহ করে চালুর ব্যাবস্থা করা হবে। পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সেবার জন্য ব্যবহৃত দুটি এ্যাম্বুলেন্স জ্বালানি তেলের বাজেট না থাকায় বন্ধ রয়েছে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে নেত্রকোনা জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এম্বুলেন্স দুটি চালু রাখার জন্য ১মাসের জ্বালনি তেল নিজস্ব অর্থায়নে চালু রাখার কথা জানিয়েছেন।