জুবায়েদ হোসেন বাচ্চুঃ
আজ ১৩ই ফেব্রুয়ারী নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও আমৃত্যু আওয়ামীলীগের সভাপতি রেজুমিয়া আকন্দের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হাসান এর পরিচালনায় বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ফেরদৌস আলম। তিনি বলেন মরহুম রেজু মিয়া আকন্দ ছিলেন একজন সৎ ও মুজিব আদর্শের সৈনিক। তিনি সবসময় বুকে মুজিব আদর্শকে ধারণ করে ঘাগড়া ইউনিয়নকে নেতৃত্ব
দিয়েছেন। তার এই নেতৃত্বের জন্য ঘাগড়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান এরশাদ হোসেন মালু সহ প্রমুখ।