মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিসের এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম রানা, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, প্রেসক্লাব সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন সহ প্রমূখ।