কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভা
শাপলা আক্তারঃ তরুণ স্বেচ্ছাসেবী সংযুক্তি কৈশোর-বান্ধব সেবার মান বৃদ্ধি করবে’ এই স্লোগানকে সামনে রেখে নিয়ে ২৪ জানুয়ারী ২০২৩ সিরাক-বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয় কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভা। USAID ‘সুখী জীবন’ প্রকল্পের অর্থায়নে এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায়, অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া এর সঞ্চালনায় ও ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক, কাজী মাহফুজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগ,মোহাম্মদ আবদুল আউয়াল,বিশেষ অতিথি হিসেবে র্ভাচুয়ালে যুক্ত ছিলেন নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক, নিরঞ্জন বন্ধু দাম ,ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর সহকারী উপ-পরিচালক জনাব কামাল হোসেন, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল পোগ্রাম ম্যানেজার এ টি এম রফিকুল ইসলাম এবং এ্যাডোলোসেন্ট এন্ড ইয়ূথ কো-অডিনেটর জনাব আজিজুর রহমান । আরো উপস্থিত ছিলেন নির্ধারিত কর্মএলাকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার ১০ টি কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, ২০ জন ভলান্টিয়ার পিয়ার লিডারগণ এবং সিরাক-বাংলাদেশ এ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মো: শফিউল্লাই লিমন, প্রোগ্রাম এ্যাসোসিয়েট মো:রিয়াদ হোরসন , সাংবাদিক সহ অন্যান্য সদস্যগণ।
সভায় তরুণদের পরিবার পরিকল্পনা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা, বর্তমান প্রেক্ষাপটে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভলান্টিয়ার পিয়ার লিডার এর সেবা প্রদানের যৌক্তিকতা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ম্যানেজমেন্ট সিস্টেম শক্তিশালী করণ এবং মাঠ পর্যায়ে সরকারী ও বেসরকারী সমন্বিত উদ্যোগের বিষয়ে সুপারিশ করা হয়।