শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় ৫০ বোতল মদ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম এবং ওসি তদন্ত মোঃ নুরুল ইসলাম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে,
পূর্বধলা থানার এসআই আমিনুল ইসলাম, এসআই আলালউদ্দিন,এ এসআই মোকাম্মেল হোসেন এর নেতৃত্বে গতকাল দুপুরে পূর্বধলা থানাধীন আতকাপাড়া লিটন তালুকদারের হোটেলের সামনে দূর্গাপুর থানা এলাকা থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে বোতল সহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদকব্যবসায়ীরা হলেন, মোঃ সোহেল (৩২) পিতাঃ সুরুজ আলী, মোঃ আবু সামা (২৮) পিতা মৃত ইছহাক উভয়ের গ্রাম বটতলা, থানা কমলাকান্দা, নেত্রকোনা, মোঃ মাসুম (৪২) পিতাঃ মোঃ জালাল উদ্দিন গ্রাম সালিহর, থানা গৌরীপুর, ময়মনসিংহ।
আটককৃতদের মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।