শাপলা আক্তারঃ অদ্য ০৮ জানুয়ারি ২০২৩, রবিবার ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে USAID এবং পাথফাইন্ডার এর সহযোগিতায় সিরাক-বাংলাদেশ এর সুখী জীবন প্রকল্পের মাধ্যমে আয়োজিত কৈশোর – বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায়
সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া স্বাগত বক্তব্য ও সিরাক-বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম উপস্থাপন সহ ষান্মাসিক সভার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।
উক্ত সভায় প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীগণ প্রকল্পের কার্যক্রম এর সফল বাস্তবায়নের জন্য সুচিন্তিত পরামর্শসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, এস এম সৈকত । প্রধান অতিথি হিসেবে অনলাইন জুম কলে অংশগ্রহণ করেন পরিচালক ,পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, মোহাম্মদ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে অনলাইন জুম কলে অংশগ্রহণ করেন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনা,নিরঞ্জন বন্ধু দাম । সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, ময়মনসিংহ,কাজী মাহফুজুল করিম । পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রিজিউনাল প্রোগ্রাম ম্যানেজার, ময়মনসিংহ,এটিএম রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, ময়মনসিংহ,আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কর্ম এলাকার কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবা প্রদানকারী, সিরাক -বাংলাদেশ এর এসোসিয়েট প্রোগ্রাম অফিসার মোঃ শফিউল্লাহ লিমন , প্রোগ্রাম এসোসিয়েট রিয়াদ হোসেন মুন্সী ও কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভলান্টিয়ার পিয়ার লিডারবৃন্দ।