যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
তানভীর হাসান : নেত্রকোনার মদনে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্য মারধর করার অভিযোগ উঠেছে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন (২২) এর বিরুদ্ধে। রিয়াজ উদ্দিন ঢাকা উত্তরা ৫ এপিবিএন ব্যাটালিয়ানে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ অক্টোবর তিন লাখ টাকা দেনমোহরে জেবি আক্তারের (২০) সাথে মো. রিয়াজ উদ্দিনের বিয়ে হয়।
জেবি আক্তার মদন উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত নূর মিয়ার কন্যা ও রিয়াজ উদ্দিন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়নগর গ্রামের ঠাকুর মিয়ার ছেলে।
বিবাহের সময় বাড়িতে নতুন হাফ বিল্ডিং ঘর করার কথা বলে পাঁচ লক্ষ টাকা যৌতুক নেয়া হয়। ঘর করে স্ত্রী জেবি আক্তারকে তাদের বাড়িতে নতুন বউ হিসাবে উঠিয়ে নিয়ে যাবে।
পরবর্তীতে ছুটিতে আসলে( স্ত্রী) হিসেবে তাকে উঠিয়ে নেওয়ার কথা বললে, পুনরায় আরও ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন।
পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় গত ২৮ ডিসেম্বর (বুধবার) উপজেলা ফায়ার সার্ভিস অফিসের পাশে রাস্তায় (স্ত্রী) জেবি আক্তারকে মারধোর করে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন এবং তার বাবা ঠাকুর মিয়া ও মা পেয়ার আক্তার। এ সময় স্ত্রী জেবি আক্তারকে হত্যাসহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকি এবং অন্যত্র বেশী যৌতুক নিয়ে বিবাহ করবে বলে শ্বাসিয়ে যান রিয়াজ উদ্দিন।
এর আগে ভুক্তভোগী জেবি আক্তার এ মর্মে (৫ এপিবিএন ব্যাটেলিয়ানের) অধিনায়ক এডিশনাল ডি আইজি শামীমা খাতুন এর বরাবরে পারিবারিকভাবে ইসলামীক শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন করার পর স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে সংসারের নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করেন।
৫ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এডিশনাল ডি আইজি শামীমা খাতুনের বরাবর আবেদন করার কারণে, পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন এ ঘটনাটি ঘটিয়েছে ধারণা ভুক্তভোগীর
এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার স্ত্রীকে মারধর করার কথা অস্বাীকার করেন। এ বষেয়ে কিছু জানে না জানান তিনি
এ ব্যাপারে ৫ এপিবিএন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ড পরিদর্শক হারুনুর রশিদ বলেন, স্বামী-স্ত্রী উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়েছে বিষয়টি মীমাংসার জন্য। কনস্টেবল রিয়াজ উদ্দিনকেও বলা হয়েছে নিষ্পত্তি করার জন্য। সমাধান না করলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
নেত্রকোনার মদনে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্য মারধর করার অভিযোগ উঠেছে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন (২২) এর বিরুদ্ধে। রিয়াজ উদ্দিন ঢাকা উত্তরা ৫ এপিবিএন ব্যাটালিয়ানে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ অক্টোবর তিন লাখ টাকা দেনমোহরে জেবি আক্তারের (২০) সাথে মো. রিয়াজ উদ্দিনের বিয়ে হয়।
জেবি আক্তার মদন উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত নূর মিয়ার কন্যা ও রিয়াজ উদ্দিন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়নগর গ্রামের ঠাকুর মিয়ার ছেলে।
বিবাহের সময় বাড়িতে নতুন হাফ বিল্ডিং ঘর করার কথা বলে পাঁচ লক্ষ টাকা যৌতুক নেয়া হয়। ঘর করে স্ত্রী জেবি আক্তারকে তাদের বাড়িতে নতুন বউ হিসাবে উঠিয়ে নিয়ে যাবে।
পরবর্তীতে ছুটিতে আসলে( স্ত্রী) হিসেবে তাকে উঠিয়ে নেওয়ার কথা বললে, পুনরায় আরও পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন।
পুনরায় পাঁচ লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় গত ২৮ ডিসেম্বর (বুধবার) উপজেলা ফায়ার সার্ভিস অফিসের পাশে রাস্তায় (স্ত্রী) জেবি আক্তারকে মারধোর করে এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন এবং তার বাবা ঠাকুর মিয়া ও মা পেয়ার আক্তার। এ সময় স্ত্রী জেবি আক্তারকে হত্যাসহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকি এবং অন্যত্র বেশী যৌতুক নিয়ে বিবাহ করবে বলে শ্বাসিয়ে যান রিয়াজ উদ্দিন।
এর আগে ভুক্তভোগী জেবি আক্তার এ মর্মে (৫ এপিবিএন ব্যাটেলিয়ানের) অধিনায়ক এডিশনাল ডি আইজি শামীমা খাতুন এর বরাবরে পারিবারিকভাবে ইসলামীক শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন করার পর স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে সংসারের নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করেন।
৫ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এডিশনাল ডি আইজি শামীমা খাতুনের বরাবর আবেদন করার কারণে, পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন এ ঘটনাটি ঘটিয়েছে ধারণা ভুক্তভোগীর
এপিবিএন পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার স্ত্রীকে মারধর করার কথা অস্বাীকার করেন। এ বষেয়ে কিছু জানে না জানান তিনি
এ ব্যাপারে ৫ এপিবিএন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ড পরিদর্শক হারুনুর রশিদ বলেন, স্বামী-স্ত্রী উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়েছে বিষয়টি মীমাংসার জন্য। কনস্টেবল রিয়াজ উদ্দিনকেও বলা হয়েছে নিষ্পত্তি করার জন্য। সমাধান না করলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।