তানভীর হোসেন
নেত্রকোনার মদন উপজেলার পৌর সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শ্রী বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শ্রী বাবুল চন্দ্র দাস মদনপৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদন গ্রামের মৃত হেমচন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের ন্যয় মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় মোড়ের পাশে মুদি দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে মদন বুড়া পীরের মাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই এলাকার কালী মন্দিরের পিন্টু দাস জানান, প্রথমে তাকে পড়ে থাকতে দেখে মনে হয়েছে স্ট্রোক করেছে ভেবে শরীরে পানি দেই। পরবর্তীতে দেখতে পাই তার শরীরের পিছন দিকে পিঠে ছুরির আঘাত রয়েছে।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান প্রতিনিধিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার নেত্রকোনা মর্গে পাঠানো হবে। এ ঘটনা তদন্ত চলছে।