স্পোর্টস ডেস্কঃ
কাতার বিশ্বকাপে ব্রাজিলিয়ানরা বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এই আসরে ব্রাজিল ম্যাচ খেলেছে ৫টি। তারমধ্যে একটি ম্যাচে তারা হেরেছে। জিতেছে তিনটি ম্যাচে। অন্য ম্যাচটি হয়েছে ড্র (টাইব্রেকারে হার)।
বাজে পারফর্মেন্সের পরও ফিফা বিশ্বকাপের ২২টি আসর মিলিয়ে ব্রাজিলের সমপরিমান পয়েন্ট অর্জন করতে পারেনি কোন দলই। এমনকি জয়েও তারা সবচেয়ে এগিয়ে আছে।
ব্রাজিল ২২টি বিশ্বকাপে মোট ১১৪টি ম্যাচ খেলেছে। ১১৪ ম্যাচে ব্রাজিল জিতেছে মোট ৬৮ ম্যাচ যা সর্বোচ্চ। ১৯টি ম্যাচ ড্র হয়েছে এবং ১৯টি ম্যাচে ব্রাজিল হেরেছে। মোট ২২৫ পয়েন্ট অর্জন করেছে তারা।
জার্মানী ২০ টি বিশ্বকাপে ১১২টি ম্যাচ খেলেছে। ১১২ ম্যাচের মধ্যে ৬৮টি ম্যাচে তারা জিতেছে। হেরেছে ২১টি ম্যাচে। ২৩টি ম্যাচে তারা হেরেছে। সংগ্রহ করেছে ২২৫ পয়েন্ট।
আর্জেন্টিনা ১৮টি বিশ্বকাপে খেলেছে। তারা খেলেছে ৮৮ ম্যাচ, জিতেছে ৪৭ ম্যাচ, হেরেছে ২৪ ম্যাচ, ড্র করেছে ১৭ ম্যাচ, সংগ্রহ করেছে ১৫৮ পয়েন্ট।
ইতালি ১৮ বিশ্বকাপে ৮৩ ম্যাচ খেলেছে। ৪৫ ম্যাচ জিতেছে, ২১ ম্যাচ ড্র করেছে, ১৭ ম্যাচে হেরেছে। ১৫৬ পয়েন্ট সংগ্রহ করেছে। ১৬ বিশ্বকাপে ৭৩টি ম্যাচ খেলে ৩৯টি ম্যাচে জিতেছে ফ্রান্স, ড্র করেছে ১৪টি, হেরেছে ২০টি ম্যাচে। সংগ্রহ করেছে ১৩১ পয়েন্ট।