আটপাড়া প্রকিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছাপুর গ্রামে গত ১১ ডিসেম্বর বাড়ির সামনে জমিতে সেচের পানি দেওয়া নেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি বাঁধে এতে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি গুরুতর আহত হয় ।
আহত অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত হাবিবুর রহমান কাছারপুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
এ ঘটনায় হাবিবুর রহমান নিজেই বাদী হয়ে আটপাড়া থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে।
অভিযোগের আলোকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে উনু মিয়া (৪৫), আজহারুল ইসলাম এর ছেলে বাবুন মিয়া (১৮), মৃত মেনু মিয়ার ছেলে সুলতান মিয়া (৪০), মৃত মুসলিম উদ্দিনের ছেলে, সোনা মিয়া (৫০), সোনা মিয়ার ছেলে, রিজ্জাতুল ইসলাম (২২), রিয়াদ (১৮)।
এ বিষয়ে বিবাদী উনু মিয়া জানায়, আমার বাড়ির সামনে মেশিন পানি দিচ্ছে সে, পানির ড্রেন ভেঙে আমার গমের জমি নষ্ট করেছে, বাধা দিলে তাদের লোকজন এসে আমার বাড়িতে আমার ছেলেকে মারধর করেছে।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ শ্রী উজ্জ্বল কান্তি সরকার তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।