কে. এম. সাখাওয়াত হোসেন : সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনায় নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি এড. অমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন।
শনিবার বেলা ১১টায় নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় করা হয়।
গত ২৯ নভেম্বর সম্মেলনের মাধ্যমে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁরা পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক শামছুর রহমান বলেন, নবীণ প্রবীণদের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির সাথে গণমাধ্যমের নিবিড় একটা সম্পর্ক রয়েছে। সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে চাই। মানুষ হিসেবে আমাদের কাজে কর্মে কোন ভুল হলে সেটা জানাবেন, আমরা শুধরে নেব। এছাড়া দলীয় বিভিন্ন কর্মকান্ড-কর্মসূচি ইতিবাচকভাবে প্রচার করার দাবি জানান। সেইসাথে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।
সভাপতি এড. অমিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। দেশ ও জাতীর স্বার্থে সাংবাদিকদেরও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংবাদ প্রকাশের দাবি জানান তিনি।
উল্লেখ্য- নেত্রকোনায় এই প্রথম নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এরআগে কোন কমিটিই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেননি।
সভায় আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ জাস্টিস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।