বেগম রোকেয়া দিবসে নেত্রকোনার পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন : সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য নেত্রকোনায় পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস, বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস একদিনে এই তিন দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জয়িতা’দের হাতে পুুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পৌরশহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হলে তাদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরফ আলী খান খসরু এমপি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলায় পাঁচ ক্যাটাগরীতে জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সারা নওসিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আফরোজা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কামরুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিল্পী ভট্টাচার্য্য ও সফল জননী নারী মোছা. নূরজাহান খানম।

এছাড়া এ অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামন্য অবদানের রাখায় হোসনে আরা বেগম ও সফল জননী নূরজাহানকে সদর উপজেলা পর্যায়ে দুজনকে ‘জয়িতা’ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান প্রমুখ।

সরকারি, বেসরকারি, সমাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতি পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

spot_img

Related articles

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...

শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল

মোঃ জুবায়েদ হোসেন বাচ্চুঃ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিছিল ও স্মরণ...