মো. তানভীর হোসেন : বাংলাদেশ একটি কৃষি বান্ধব দেশ। বর্তমান সরকার খাদ্যের অভাব দূরীকরণের লক্ষে কৃষির সমৃদ্ধির জন্য কৃষকদের দুয়ারে পৌঁছে দিচ্ছেন কৃষি প্রয়োজনীয় উপকরণ।
চলতি ২০২২-২৩ অর্থবছরের রবি হাইব্রিড ও উফশী বোরো ধান আবাদ ও ধানের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ছয় হাজার ৪০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ আয়োজন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আটপাড়া উপজেলা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় আটপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদনা বিতরণের সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা।
এতে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ এম শহিদুল ইসলাম, আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, আটপাড়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার শাকুর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি অমল প্রমুখ।
এ সময় প্রথম ধাপে উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে জন প্রতি দুই কেজি হাইব্রিড ধানের বীজ, ২০ কেজি এমওপি ও ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।