জুবায়েদ হোসেন বাচ্চুঃ
নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাত এক মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।আজ শনিবার সকাল ১০টা দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা নামক এলাকায় রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও জানা যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। মহিলার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। গত ১/২ দিন আগে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার জানান তার পেটে বড় ধরনের ছুরিকাঘাত রয়েছে, তার পেটের ভুরি বের হয়ে গেছে। ধারনা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ রাতে কোন এক সময় এখানে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।