তানভীর হোসেন (আটপাড়া) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় ব্যাটারি চালিত অটো রিকশার নিচে পড়ে শারমিন আক্তার (৭) নামে এক পথ শিশু গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা বানিয়াজান ইউনিয়নের মহড়াকান্দা গ্রামের মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার উপজেলার বানিয়াজান ইউনিয়নের মহড়াকান্দা গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে।
আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।