সাইফুল আরিফ জুয়েল : নেত্রকেনার মোহনগঞ্জে এক বিধবা নারীর চাষ করা মাছ ভর্তি পুকুরে রাতের আধারে বিষ ঢেলে দিয়ে দুর্বৃত্তরা। এতে পুকুরের লাখ টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে।
উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাখরপুর গ্রামের মৃত. সবুজ মিয়ার স্ত্রীর পারভীন আক্তার বাড়ির পাশের ৮০ শতক জায়গায় একটি পুকুরে মাছ চাষ করেন। স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও দুই মেয়ের লেখাপড়াসহ সব খরচ এই পুকুরের মাছ বিক্রি করেই চালান তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে দুর্বত্তরা এই পুুকরে বিষ ঢেলে দেয়। সকালে দেখা যায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
ভুক্তভোগী পারভীন আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এত বড় শত্রæতা কে করল বুঝলাম না। এলাকার কারো সাথে আমাদের কোন ঝগড়া নেই। নিজেদের খাওয়া সহ বছরজুড়ে ছেলে মেয়েদের পড়ালেখার অর্ধেকের বেশি খরচ এই পুকুরের মাছ বিক্রি করেই মেটাতে পারতাম। আমার আর তেমন কোন সম্পদ নেই। এখন কিভাবে চলব চোখে অন্ধকার দেখছি।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মাসুদ বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের খবরটি জেনেছি। তবে পরিষদের কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি। এটি একটি জঘন্য কাজ। এই পরিবারের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় আইনি সহায়তা চাইলে সব ধরণের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য- চলতি মাসের শুরুতে একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের ফজলু মিয়ার ফিসারিতে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলে। এ ঘটনায় থানায় মামলা করেন ফজলু মিয়া।