কে. এম. সাখাওয়াত হোসন : পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন ওরফে পেটকাটা সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তিনি সাত বছর ধরে পলাতক ছিলেন।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা এলাকা থেকে গেপ্তার করে ময়মনসিংহ র্যাবের টিটিসি ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত সুমন ময়মনসিংহের পুরোহিতপাড়াস্থ ৯৬ নং নির্মলাবাসের মৃত কামাল হোসেন ওরফে কমলের ছেলে।
নিহত বিশ্বজিৎ কুন্ডু নগরীর বিদ্যাময়ী স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পরিবহন শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ময়মনসিংহ র্যাব-১৪ এর সিপিএসসি’র কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়ের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্বজিৎ কুন্ডু। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন করে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারকৃত আসামিকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ড প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার নিমিত্তে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।