কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিলো শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে টিফিনের টাকয় পারিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এক সভায় শপথ নেন প্রায় তিনশা শিক্ষার্থী। এসময় তারা মাদক, ধর্ষণ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে এবং সেই সাথে তারা দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেন।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান।
পরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল কুমিল্লা থেকে কলমাকান্দায় আসেন এবং তিনি টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমাণ ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।