কে. এম. সাখাওয়াত হোসেন : জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গানের অনুষ্ঠান থেকে বাড়ির ফেরার পথে জুবায়ের শাহ ওরফে জিকেল (১৬) নামে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একই গ্রামের প্রতিপক্ষ। আহত জিকেল নেত্রকোনার মদন উপজেলায় ফতেপুর ইউনিয়নের হাসনপুর শাহজীবাড়ির মো. আজিজুল ইসলামের ছেলে এবং সে এবার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির অদূরে বনতিয়শ্রী উত্তরপাড়ায় গানের আসরে গান শুনে বাড়ির দিকে আসতেছিল জিকেল। পথের মধ্যে মোবাইল আসলে দেওয়ালখালী ব্রিজের দক্ষিণপাশে দাঁড়িয়ে কথা বলারসময় তার ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। জিকেলের পিঠের বামপাশে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। ছুরিটি ভেঙে এর অর্ধেক অংশ তার দেহের মধ্যে আটকে থাকে। তার ডাক-চিকৎকারে এই অবস্থায় উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়ভাবে এসব তথ্য জানা গেছে।
আহত জিকেলের বাবা মো. আজিজুল ইসলাম জানান, হাসনপুর গ্রামের উত্তর-পূর্ব কোণায় শান্তিপুর মহল্লায় প্রতিপক্ষ বরুজ মিয়া, রেনু মিয়া ও সমুন মিয়াদের জমির সাথে আমার প্রায় এক একরের মতো জমি রয়েছে। তারা বিভিন্নভাবে এই জমি চাষাবাদ করতে বাঁধা প্রদান করে থাকে। চলতি বছরের মার্চ মাসের দিকে এ জমি নিয়ে তাদের সাথে মারামারি ঘটনায় আদালতে মামলা চলমান আছে। এসব বিষয়কে কেন্দ্র করে বরুজ মিয়ার ছেলে রাজেক (২৫), রেনু মিয়ার ছেলে সুমন (৩০) ও ফেরদৌস মিয়ার ছেলে এহসান গংরা চার-পাঁচটি মোটরসাইকেল যোগে প্রায় ১২-১৫ জন মিলে আমার ছেলে জিকেলের ওপর অতর্কিত হামলা চালায়। জিকেলের পিঠে একটি ছুরি ভেঙে এর অংশ পিঠের বাম পাশে গেঁথে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেছে মদন হাসপাতালের ডাক্তার।
মদন থানা পরিদর্শক মাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে দেখেছি। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এরআগেও দুই পক্ষের নামে মামলাও আছে।