বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে “সংস্কৃতিতে আমরা, সম্প্রীতিতে আমরা” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নেত্রকোনা জেলা সাহিত্য ও সংস্কৃতির এক পূণ্যভূমি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা বৈচিত্র্য ও সম্প্রীতির সুদৃঢ় মেলবন্ধন রয়েছে। বৃহত্তর ময়মনসিংহে বিরিশিরি কালচারাল একাডেমি নৃগোষ্ঠীর সংস্কৃতি চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।