কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে দক্ষিণপাড়া হতে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জব্দকৃত এই মাদকের মুল্য ৩৬ হাজার টাকা হবে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতেই দুর্গাপুরের সাখাইয়া চন্ডিগড় গ্রামের দুলাল মিয়া ওরফে মোটা দুলালের ছেলে রাসেল মিয়া (২৪) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। তিনি (আসামি) পলাতক রয়েছেন।

মামলার বাদী দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, পৌরশহরের দক্ষিণপাড়াস্থ সিএনজি স্ট্যান্ডে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে করে বিক্রির উদ্দ্যেশ্যে ময়মনসিংহ নিয়ে যাওয়ার জন্য মাদকসহ এক যুবক অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল মিয়া তার সাথে রক্ষিত বাজারের ব্যাগ রেখে সটকে পড়েন। ব্যাগের ভেতর থেকে ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।