নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ, পুলিশসহ ৩৫ নেতাকর্মী আহত

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাঁধা, বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী, বিএনপির নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভায় আয়োজন করে। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। একপর্যায়ে দলীয় কার্যালয় ছাড়িয়ে আশপাশের রাস্তা বিএনপি নেতাকর্মীদের পদচারনায় লোকারণ্য হয়ে পড়ে।

এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে হওয়ার উপক্রম হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে রাস্তা ছেড়ে দলীয় কার্যালয়ে ভিতরে যাওয়ার নির্দেশ প্রদান করে। এসময় বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠি চার্জ শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে পুলিশসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে পুলিশ বিনা উস্কানীতে দলীয় নেতাকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে ১২জন রাবার বুলেট বিদ্ধসহ ২৫জন নেতাকর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে শ্লোগান দিচ্ছিল। রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলের স্বার্থে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলি। বিএনপির নেতাকর্মীরা রাস্তা না ছাড়ায় তাদের উপর মৃদু লাঠি চার্জ করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে। বিএনপির নেতাকর্মীদের ছুড়া ইট পাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপির ১৩জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। কতগুলো টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণনা করে পরে জানানো যাবে।

spot_img

Related articles

মদনে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি...

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...