কে এম সাখাওয়াত হোসেন : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক ১০ লক্ষ টাকা মূল্যমানের মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ জব্দ করেছে।
এ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে উপজেলার বংশিকুন্ডা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১৪ সদস্যের একটি টহল দল গোপনীয় তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এ অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা থেকে মহিষগুলো জব্দ করা হয়। এগুলো নেত্রকোনা কাষ্টমস কর্তৃপক্ষে কাছে হস্তান্তর করা হবে।
শুক্রবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।