পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীকে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ ঔষধ

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন : মেয়াদোত্তীর্ণ ঔষধ দেওয়ার অভিযোগ ওঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও স্টোর কিপারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ফার্মাসিস্ট মো. শাহজাদা ও স্টোর কিপার আবুল কালাম ভূক্তভোগী মিজানুর রহমানকে (৪৬) মেয়াদ উত্তীর্ণ গার্গল ও মাউথওয়াস ঔষধ দেন তারা।

ভূক্তভোগী উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা ও পূর্বধলা বাজারে ক্রোকারী ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দাঁতের ব্যাথার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ থেকে পাঁচ টাকা টিকেট কেটে হাসপাতালের ডাক্তার দেখাই। ডাক্তার মুখওয়াসের ঔষধসহ কয়েক প্রকারের ঔষধ লিখেন ও হাসপাতাল থেকে দেওয়ার জন্য স্লিপ লিখে দেন চিকিৎসক। স্লিপটি ফার্মাসিস্ট মো. শাহজাদা ও স্টোর কিপার আবুল কালাম দিলে তারা মাউথওয়াসের জন্য পভিসেফ ঔষধ দেন। তা নিয়ে পূবধলা বাজারে নিজের ক্রোকারী দোকানে চালে আসেন তিনি। এসে দেখতে পান পভিসেপ ঔষধটি প্যাকেটে লেখা চলতি বছরের মে মাস পর্যন্ত মেয়াদ রয়েছে।

তিনি আরো জানান, চারমাস আগে মেয়াদোত্তীর্ণ ব্যবহার করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারতেন। এমন মেয়দোত্তীর্ণ ঔষধ না জানি কতজনকে দেওয়া হয়েছে। এরসাথে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে স্টোর কিপার আবুল কালাম বলেন, শেষের সরবরাহ থেকে ঔষধ দিয়েছি। এর আগের সরবরাহকৃত কোন ঔষধ ছিল কিনা তা তার জানা ছিল না।

আর ফার্মাসিস্ট মো. শাহজাদা বলেন, ঔষধের গাঁয়ে মেয়াদোত্তীর্ণ কিনা তা দেখেই তো দেওয়া হয়। ভূলক্রমের প্রদান করা হয়েছে জানান তিনি।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান শাহীন বলেন, বিষয়টি জেনেছি। অতিদ্রুত তিনসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত পূর্বক আগামী চার কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রকাশ করা হবে। স্টোরগুলো পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদানের বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

spot_img

Related articles

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় চিত্রাংকন প্রতিযোগিতা

কে. এম. সাখাওয়াত হোসেন : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮...

দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।...

গাঁজা ও ফেনসিডিলসহ সেনাবাহিনীর হাতে কলমাকান্দায় দুজন আটক

নিজস্ব প্রতিবেদক: গাঁজা ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা...

বারহাট্টায় সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: ইয়াবার চালান পরিবহনের সময় মানিক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মানিক নেত্রকোনা...