সাইফুল আরিফ জুয়েল : নানা কর্মসূচিতে নেত্রকোনার মোহনগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৃথকভাবে বুধবার আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এদিন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনও পালন করেন তারা।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুব আলম সেলিম, সহ-সভাপতি রায়হান সিদ্দিকী, লুৎফুর রহমান, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম আজাদ পুলক, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম শাহীন ও সাংগঠনিক সম্পাদক নূরে আলম লিজন প্রমুখ অংশগ্রহণ করেন।
এদিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম খান, সহ-সভাপতি জাহিদুল হক জাকু ও সাধারণ সম্পাদক আল-আমিন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী রুমান প্রমুখ অংশগ্রহণ করেন।