কে. এম. সাখাওয়াত হোসেন : সম্প্রতি বন্যায় নেত্রকোনার ১০ উপজেলার জনসাধারণ দুর্ভোগের মধ্যে রয়েছে। জেলার সকল উপজেলার বানবাসিরা সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ে ত্রাণ ও আর্থিক সহায়তা পেলেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষগুলো ছিল অবহেলিত। বন্যা পরবর্তী এ সম্প্রদায়ের মানুষের পাশে ঈদ উপহারের সহায়তা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে ২৫জন তৃর্তীয় লিঙ্গের মানুষের হাতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সব সহায়তা সামগ্রী তুলে দেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল। সহায়তার মধ্যে রয়েছে চিনি, সেমাইসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ লাইনের আর আই জুলহাস উদ্দিনসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।