কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমকাকান্দা উপজেলায় বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে তিন বছর বয়সি নুসরাত জাহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার চিনাহালা গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে।
নুসরাত জাহান একই গ্রামের মো. সোহেল মিয়া ও মোছা. পারভীন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান ছিল। বাবা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
জানায়, নুসরাতে মা রান্না ঘরে কাজে ব্যস্ত সময় পাড়র করছিল। নুসরাত উঠানে খেলা করছিল। সকলের অজান্তে কোন এক ফাঁকে উঠানের কাছে আসা বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার আগে নুসরতকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য নিয়ে আসে পরিবারের লোকজন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম রানা শাকিল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।