সাইফুল আরিফ জুয়েল : “এসো বন্ধু প্রাণের টানে, বন্যার্তদের পাশে দাঁড়াতে” এই স্লোগানে নেত্রকোনার মোহনগঞ্জে বন্যাদুর্গত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সাবেক শিক্ষাথীরা।
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের “পাইলটিয়ান ৯৮” ব্যাচের শিক্ষাথীদের উদ্যোগে রোববার এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এদিন উপজেলার তেতুলিয়া ইউনিয়নের আজমপুর, হরিপুর, পশুখালি, নগাঁও ও আনন্দনগর সহ কয়েকটি প্রত্যন্ত গ্রামের বন্যাদুর্গত ২০০ পরিবারকে চাল, ডাল, পেয়াজ ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেন সাবেক শিক্ষাথীরা।

এ সময় পাইলটিয়ান ৯৮ ব্যাচের শিক্ষাথী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মামুন, একই ব্যাচের আতিক, জাহাঙ্গীর, পিন্টু, ওয়াহেদ, মাহবুবসহ ব্যাচের অনেকেই উপস্থিত ছিলেন।
বন্যার এই সংকটকালে সমাজের সামর্থ্যবান ও প্রাক্তন পাইলটিয়ান সকল ব্যাচের শিক্ষাথীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।