কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা পৌরশহরে রেল কলোনী এলাকায় পানিতে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে পৌরশহরে সাতপাই কবরস্থানের পেছনে ও রেললাইন সংলগ্ন পুকুর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবার।
মৃত সনজিতা রানী রেল কলোনীর বাসিন্দা সুধারঞ্জন ও নয়নলক্ষী রানী দম্পত্তির কন্যা। তিনি (সনজিতা) মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে।
জানা যায়, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হন। সকাল ৯টার দিকে মৃতের ছোট তমা রানী কলোনীর সন্নিকটে পুকুরে বড় বোনকে ভাসতে দেখেন। সুধারঞ্জনকে জানালে তিনি পুকুর থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।